মহেশপুরে গাজা ও মদসহ মাদক ব্যবসায়ি আটক

0
201

আলাউদ্দীন ভ্রাম্যমান, ঝিনাইদহ ঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ৬ কেজি ৯’শ গ্রাম গাজা ও ৫০০ মিলি বিদেশী মদসহ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ছিনাইদহ র‌্যাব। দেলোয়ার মহেশপুরের বড়বাড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে। র‌্যািবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাব বড়বাড়ি গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা দেলোয়ার পালানোর চেষ্টা করে। এ সময় তার কাছ থেকে ৬.৯ (ছয় কেজি নয়শত গ্রাম) গাজা ও ৫০০ মিলি বিদেশি মদ জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here