মহেশপুরে র‌্যাবের হাতে গাজা ও মদসহ ব্যবসায়ি আটক

0
276

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ৬ কেজি ৯শ’ গ্রাম গাজা ও ৫০০ মিলি বিদেশী মদসহ দেলোয়ার হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ এর সদস্যরা। আটক দেলোয়ার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাব বড়বাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা দেলোয়ার পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে ৬ কেজি ৯শ’ গ্রাম গাজা ও ৫০০ মিলি বিদেশি মদ উদ্ধার করা হয়। দেলোয়ার দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলেও জানান র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here