সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ

0
183

সাতীরা প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভিযান চালিয়ে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। তবে, নিষিদ্ধকালীন সময়ে অবৈধভাবে আহরণকৃত এসব কাকড়ার মালিককে আটক করতে সক্ষম হয়নি তারা। শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের পালোকাটি এলাকা থেকে কাকড়াগুলো জব্দ করা হয়। বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা কে.এম আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহীন সুন্দরবনের পালোকাটি এলাকায় তার নেতৃত্বে বনবভিাগের সদস্যরা অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। তবে, অভিযানের সময় বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা গহীন বলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। পরবর্তীতে কাকড়াগুলো বনবিভাগ কদমতল ষ্টেশনের আওতাধীন চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন বনবিভাগের সদস্য দিদারুল আলম, ইসমাঈল হোসেন, কাজী মিজানুর আলম, স্বপন মিয়া প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here