কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিজয় কুমারের নামে গ্রেপ্তারি পরোয়ানা

0
313

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। গত ১৫ জুলাই বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম বাদী হয়ে বিজয় কুমার সরদার কে আসামী করে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৩৩৫/২১ নং মামলা দায়ের করেন। মামলাটির শুনানি অন্তে আদালতের বিজ্ঞ বিচারক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় মামলার বিবাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার এসএম বাহারুল ইসলাম এর নিকট থেকে ধারকৃত আট ল আটাশী হাজার টাকা ও একটি মৎস্য ঘেরের তিপূরণ বাবদ আরো ছয় ল টাকা মোট ১৪ ল আটাশী হাজার টাকা পাওনার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম মামলাটি দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here