তালায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

0
261

স্টাফ রিপোর্টার, তালা : সাতক্ষীরা তালায় করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার ব্যবধানে এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমেধ্যে শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তালার এজেএইচ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলামকাটী গ্রামের তাপস পালের স্ত্রী রাখী রানী পাল (৩০)। এছাড়া অবসর প্রাপ্ত শিক্ষক শিবপুর গ্রামের মৃতঃ শেখ আব্দুর রাজ্জাকের পুত্র শেখ আব্দুল গফুর (৬৫) এবং তালা সদরের খাজরা গ্রামের মৃতঃ শেখ আব্দুস সাত্তারের ছেলে শেখ কামালুজ্জামান (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এনিয়ে তালা উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন এবং মৃতঃ হয়েছে ১৩ জনের। এদিকে শনিবার ৬৪ জনের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করে নতুন করে ৫ জন করোনা আক্রান্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here