দেবহাটায় নিবন্ধীত ও কমিউনিটি শিশুদের শুভ জন্মদিন উদযাপন ২০২১

0
273

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ আনান্দো উৎশবের মধ্যে দিয়ে শিশুদের শুভজন্মদিন উদযাপন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০ টার দিকে এপি ম্যানেজার ফুলি সরকার এরিয়া প্রোগ্রাম দেবহাটা। ফুলি সরকার ম্যাডামের সভাপতিত্বে ছোট ছোট শিশুদের মাদের উপস্থিতে খেজুর বাড়ীয়া জামে মসজিদের পেশ ইমামের কন্ঠে পবিত্র কোর- আন তেলওয়াত ও কেক কাটার মধ্যে শুভ জন্মদিনের উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ০২ নং- পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, বাজার কমিটির সভাপতি মোঃসাইফুল ইসলাম। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদরের চেয়ারম্যান আবু- বক্কর গাজী। উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতা মোঃ রাশীদুল ইসলাম। এই শিশুদের শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্য সভাপতির বক্তব্য বলেন, শিশুদের শারীরিক সুস্থ্যে,সৌন্দর্য, তাদের মুখে ঠিক মত খাওয়া ও হাসি রাখার ব্যাপারে খুবিই গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন,আজকের শিশুরা আল্লাহ তাআলা তাদের কে শরীর সুস্থ রেখে বাচিয়ে রাখলে তারা আল্লাহর হুকুমে আগামী দিনের জন্য প্রজন্ম।তাই তাদের প্রতি আমাদের সু-দৃষ্টি রাখতে। তারা জেন কোন প্রকার খারাপ পথে না যায় তিনি এমনই বক্তব্য দেন। উনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান।তিনি তার বক্তব্য বলেন ওয়াইল ভীশনের এপি এরিয়া ম্যানেজার, ম্যাডাম ফুলি সরকার, তিনি যে ভাবে ছোট ছোট শিশুদের কে কত যতœকরে আদর করে মায়ের মতই ভালোবাসা দিয়ে যে ভাবে তাদের কে সেবা দিয়ে যাচ্ছে এতে আমি তার প্রতিশ্রদ্ধাশীল হয়ে আমার পে তার জন্য দোয়া কামনা ও ফুলি সরকারের সকল কাজের সহযোগী কামনা করে সমাপনী বক্তব্য শেষ করে। এরপর শিশু বাচ্চাদের কে শরীর সুস্থ্যের প্রয়োজনীয় সমগ্রী তাদের হাতে উঠায়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here