বেনাপোলে ভয়াবহ অগ্নিকান্ড: স্বপ্ন পুড়ে ছাই ব্যবসায়ীদের যশোরের বেনাপোল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ জন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

0
237

স্টাফ রিপোর্টার : নগদ টাকা সহ কয়েক কোটি টাকা ও মালামাল ভস্মীভূত হওয়ায় পথে বসেছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে বেনাপোল বাজারের চুরিপট্রিতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। বেনাপোল ফায়ার সার্ভিস এর চৌকস টিম প্রায় দুই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। ভয়াবহ এই অগ্নিকান্ডে ভস্মিভুত হওয়া দোকান গুলির মধ্যে রয়েছে কসমেটিক্সের দোকান, কাপড়ের দোকান, বীজ ভান্ডার ও মুদি দোকান। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে তাৎণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা। বাজারের চুড়িপট্রির মধ্যে তোতা মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারনা করছেন অনেকে। আবার কেউ কেউ ধারনা করছেন বিদ্যুতের শর্ক সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনের লেলিহান শিখা চারিদিকে দাউ দাউ করে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আশে পাশের অনেক দোকানদাররা তাদের মালামাল জীবনের ঝুঁকি নিয়ে বের করে যশোর বেনাপোল মহাসড়কের উপর জড়ো করে কিছুটা রা করেন। বাজারের ব্যবসায়িরা বলেন, আমাদের নগদ টাকা সহ কয়েক কোটি টাকার মালামাল পুড়ে তি সাধন হয়েছে । লকডাউনের কবল থেকে বের হয়ে ঈদ বাজার ধরার জন্য সবে মাত্র স্বপ্ন বুনছিলেন ব্যবসায়ীরা। নতুন কাপড় তুলাসহ আরো নতুন মাল আনার জন্য দোকানের মধ্যে ছিলো নগদ লাখ লাখ টাকা। নতুন সূর্য দয়ের আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তিগ্রস্ত ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংক লোন থাকায় চরম অসহায়ত্ব ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। বেনাপোল বাজার কমিটির সেক্রটারী ও বেনাপোল ইউপি চেয়ারম্যন বজলুর রহমান বলেন, আনুমানিক কয়েক কোটি টাকার পণ্য ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। সঠিক তদন্তে বেরিয়ে আসবে য় তির পরিমান। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন দেবনাথ বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি। প্রায় দুই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে এনেছি। আগুনের সুত্র পাত কিভাবে জানতে চাইলে তিনি বলেন এটা তদন্ত সাপেে বলতে হবে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা বলেন, কি ভাবে আগুনের সুত্রপাত হয়েছে এবং কত টাকার য় তি হয়েছে তা তদন্ত না করে এই মুহুর্তে বলা সম্ভব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here