ভিকটিম ও দুস্থদের মধ্যে রাইটস যশোর’র জরুরী ত্রাণ বিতরণ

0
165

স্টাফ রিপোর্টার : করোনা ভারইরাসের প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানবপাচারের শিকার ভিকটিম ও দুস্থদের মাঝে রাইটস যশোর জরুরী ত্রাণ বিতরণ করেছে। বনো ডাইরেক্ট এইড এ্যসোসিয়েশন ও চান্স সুইস এর আর্থিক সহায়তায় এ ত্রাণ বিতরণ করা হয়। গতকাল সকালে সংস্থার যশোরস্থ কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ যশোর জেলার ৮টি উপজেলার ৪৫৪ জন মানব পাচারের শিকার ভিকটিম ও অসহায় দুস্থদের মাঝে এ খাদ্র সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ প্যাকেজ বিতরণ করছে। সংস্থার কর্মীগণ ভিকটিম ও দুস্থদের বাসা বাড়িতে গিয়ে ত্রাণ পৌছে দিবেন। প্রত্যেক ভিকটিমকে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১টি সাবান, ১টি হ্যান্ড স্যানিটাইজার ও ৫০টি করে মাস্ক প্রদান করা হচ্ছে। মোট সাড়ে ৪ টন চাল, সোয়া ২ টন আটা, সোয়া ২ টন আলু, ৪৫৪ লিটার তেল, ৪৫৪ কেজি লবন, ৪৫৪ পিচ সাবান, ৪৫৪ পিচ হ্যান্ড স্যানিটাইজার ও ২২ হাজার ৭শ পিচ মাস্ক বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণের এই কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাইটস যশোর’র সভাপতি ডাঃ ইয়াকুব আলী মোল্লা, নির্বাহী পরিচালক পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, পরিচালক কর্মসূচি প্রদীপ দত্ত প্রমূখ। এছাড়া রাইটস যশোর’র আশ্বাস প্রকল্প থেকে আরও ৭১ জন সারভাইভরকে পৃথকভাবে খাদ্র সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here