মহেশপুরে মটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

0
173

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে মটর সাইকেল দুর্ঘটনায় করিমন নেছা ওরফে ভুন্দী (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধু করিমন নেছা ওরফে ভুন্দী মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মিঠুর স্ত্রী। এসময় আহত হয়েছে মটর সাইকেল চালক শামীম আহাম্মেদ (৪৫)। এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ২টার দিকে খালিশপুর-জীবননগর সড়কের তুষার সিরামিক ফ্যাকটরীর সামনে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুর রহমান জানান, শনিবার দুপুরের দিকে একটি ইঞ্জিন চালিত নসিমনে করে বাড়ির দিকে যাচ্ছিল ভুন্দী নামের এক গৃহবধূ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ভূন্দী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here