যশোরে ঈদের জামাত কোথায় কখন

0
361

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর কারণে এ বছর পবিত্র ঈদুল আযহার জামাত মাঠে হচ্ছে না। সংশ্লিষ্ট মসজিদে এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে। বেশিরভাগ জামাত সকাল সাড়ে ৭ টায় শুরু হবে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না। কালেক্টরেট মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন। কারবালা মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭.৩০ এবং দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে। জজকোট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়, ডালমিল জামে মসজিদে ৮টা, ওয়াপদা জামে মসজিদে সকাল ৭.৩০ ও ৮.৩০ মিনিটে, পিটিআই জামে মসজিদে ৭.৩০, কোতয়ালী জামে মসজিদে ৭.৩০ মিনিটে, মাইকপট্টি জামে মসজিদে ৭.৩০ মিনিটে, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮ টায়, সম্মিলনি স্কুল জামে মসজিদে সকাল ৭.৩০ মিনিটে, বারান্দিপাড়া কোলনি জামে মসজিদে সকাল ৮ টায়, রেল গেট জামে মসজিদে সকাল ৭.৩০ ও ৮.৩০ মিনিটে, আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৭ টা ও ৭.৪৫ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here