সুন্দরবনে বিষ প্রয়োগে ধরা ৪০ কেজি চিংড়িসহ জেলে আটক, আদালতের জেল-জরিমানা

0
211

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ৪০ কেজি বিষাক্ত চিংড়িসহ উপজেলা সদরের ৪ নং কয়রা গ্রামের আবু হাসান নূরী (৩৫) নামের এক অসাধু জেলেকে আটক করেছে কয়রা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই শনিবার ভোররাতে কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের আইসি এস আই টিপু সুলতানের নেতৃত্বে ক্যাম্প পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন ৪ নং কয়রা লঞ্চ ঘাট এলাকা থেকে বিষ দিয়ে নিধন কৃত ৪০ কেজি চিংড়িসহ ওই জেলেকে আটক করে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ বুলবুল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন, ওই সময় জব্দকৃত ৪০ কেজি বিষাক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। উল্লেখ্য স¤প্রতি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে মাছ ধরা বন্ধ (সরকারিভাবে নিষিদ্ধ) থাকলেও কোম্পানি নামধারী প্রভাবশালী এক দাদন ব্যবসায়ী বনবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সাথে চুক্তি করে মাছ ধরা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে থানা পুলিশ বেশ কয়েকজন অসাধু জেলেকে সুন্দরবনে বিষ দিয়ে মারা মাছ সহ আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here