খুলনায় করোনায় ঘণ্টায় একজনের মৃত্যু

0
307

খুলনা প্রতিনিধি : খুলনার করোনা হাসপাতালসহ করোনা চিকিৎসার জন্য চারটি বিশেষায়িত ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ ঘণ্টায় গড়ে একজনের মৃত্যু হয়েছে মহামারিরূপে আসা ভাইরাসটির আক্রমণে। মৃতদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। বাদবাকি সাতজন মারা গেছেন রোগটির উপসর্গ নিয়ে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাসরঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনের করোনা শনাক্ত হয়। অন্য সাতজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, তাদের এখানে গত ২৪ ঘণ্টায় তিন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে।
জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, এখানে শেষ ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এখানকার করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here