চুকনগরে গরু চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা

0
293

ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর \ চুকনগরে গরু চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম থেকে তাদেককে আটক করা হয়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামস্থ আব্দুল ওয়াদুদ মজুমদারের গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তিন চোরকে ধাওয়া করে আটক করে। এরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রনজিতের হুলা গ্রামের মুরাদ আলী শেখের পুত্র মোঃ আবু বক্কর শেখ (৪৫), বাগেরহাট জেলার রামপাল থানার তালবুনিয়া গ্রামের ওহিদুল ইসলাম শেখের পুত্র মোঃ জনি শেখ ওরফে হাসান(৩০) এবং একই উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত এসকেন আলী শেখের পুত্র মোঃ মিজানুর রহমান শেখ(৩৫)। এ সংবাদে থানা পুলিশ ঐ রাতেই তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত গরু চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here