ঢাকুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ফার্মেসী মালিকসহ ৩ জনকে জরিমানা

0
171

ঢাকুরিয়া প্রতিনিধি ঃ মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে ঢাকুরিয়া বাজারে গত ১৮ জুলাই রোজ রবিবার দুপুর বারটার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তরের সহকারী পরিচালক ডি,সি অফিস যশোর ওয়ালিদ বিন হাবিব সহকারী পরিচালক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালত সূত্রেজানা গেছে,রবিবার ঢাকুরিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরন অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ভ্রাম্যমান আদালত পরিচালনাকরে নিউ ডলি ফার্মেসীর মালিক প্রসান্ত চক্রবত্রী( খোকন) চক্রবত্রীকে মেয়াদ উত্তীর্ন ঔষধ তাকে রেখে বিক্রয় করার অভিযোগে ২৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া সাদেক স্টোরে মুড়ির প্যাকেটে ও লাড্ডুর প্যাকেটে উৎপাদন তারিখ দেয়া না থাকার জন্য ১০০০ টাকা এবং সরদার মিস্টান্ন ভান্ডারে মিস্টি বানানোর কারখানায় মেঝে প্লাসটার করা না থাকা এবং মিস্টি তৈরীর উপযুক্ত পরিবেশ না থাকার কারনে ৩০০০ টাকা জরিমানা করেন।সর্বমোট ৩ টি মামলার বিপরীতে ৬৫০০ টাকা জরিমানা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here