যশোরে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন

0
167

স্টাফ রিপোর্টার \ গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় আক্রান্ত ও এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৫৩ জনের। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ রোববার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৮১৫ জনের নমুনা পরীায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪০৬ জনের নমুনা পরীা করে ৫৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজে ১৪ জনের নমুনা পরীায় ৫ জন, জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ৬ জনের নমুনা পরীা করে ২ জনের এবং র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৩৮৯ জনের নমুনা পরীা করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ১৮ ভাগ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ২৬৯। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮২ জন। এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্তের মৃত্যুর সাথে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২ জন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১৯৯ জন। এর মধ্যে করোনার রেডজোনে ১৩৪ জন এবং ইয়েলো জোনে ৬৫ জন রোগী রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here