৫৭ পরিবারের হাতে খাদ্য উপহার তুলে দিল নবচেতনা

0
441

নিজস্ব প্রতিবেদক ঃ দীর্ঘদিন লকডাউনের কারনে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে, সে লে এবং ঈদকে সামনে রেখে নবচেতনা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন আজ যশোরের চুরোমনকাঠির খিতিবদিয়া গ্রাম এবং যশোর সদরে মোট ৫৭ জন অসহায় কর্মহীন পরিবারদের ৭ দিনের ঈদ খাদ্য উপহার প্রদান করে। নবচেতনার মানবিক কর্মীরা অনেক বয়স্কো মানুষের বাড়ি গিয়েও এ খাদ্য উপহার পৌছে দিয়েছে। নবচেতনার প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী জানান, নবচেতনার প্রধান উপদেষ্টা তন্দ্রা হাওলাদার, সাধারণ সদস্য আবু আহম্মেদ শহীদ ও অন্য সদস্যদের সাহায্যে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংগঠনের সাধারাণ সম্পাদক মনিরুজ্জামান মুনির বলেন, ২০১০ হতে নবচেতনা যশোরে সামাজিক বনায়ন এবং মানবিক কাজ করে যাচ্ছে । নবচেতনার পাশে থাকার জন্য তিনি সকলকে আহ্বান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here