সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

0
269

সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮২ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৫ জনের নমুনা পরীা শেষে ৮৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২ দশমিক ৫৯ শতাংশ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৭৮ জন। এছাড়া বর্তমানে ৩১৯ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here