দেবহাটার পারুলিয়ায় নতুন ব্রীজটির বেহাল অবস্থা দেখা গেলেও সংস্কারের কোন খবর নেই

0
180

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ০৪ নং- ওয়ার্ডের গড়িয়া ডাঙা-০৬ নং-ওয়ার্ড শাহাজানপুর এলাকা।এই দুই এলাকার জনসাধারণ সহ-প্রতিনিয়োত হাজার হাজার মাানুষ পারপারের এই ব্রীজটির বেহাল দশার দৃশ্য। এই ব্রীজটি সাপমারা খালের উপর দিয়ে। শাহজানপুর থেকে গড়িয়া ডাঙায় পার হওয়ার শুরুতেই বিপদের বড় একটি গর্তের দৃশ্য। যে কোন মুহূর্তে বড়ধরনের দুর্ঘটনা হওয়ার আশ্কা রয়েছে। একজন মানুষ হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রত্য গতিতে ভ্যান সহ-যোগে নিয়ে হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে যায়।এই অবস্থায় দীর্ঘ দিন ধরে থাকলে ও সংস্কারের কোন খবর নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here