নড়াইলে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে ‘লোকমান হোসেন ফাউন্ডেশন’

0
187
smart

মির্জা মাহামুদ হোসেন রন্টু,নড়াইল : করোনা সংকটে নড়াইলে বাড়ি বাড়ি অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে ‘বীরমুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশন’। শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। করোনা রোগিদের সুবিধার্থে চারটি হটলাইন নাম্বারও চালু করা হয়েছে। এছাড়া অন্তত ১৫জন স্বেচ্ছাসেবক রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রয়াত কাজী লোকমান হোসেনের দুই ছেলে অ্যাডভোকেট কাজী নাফিউল মজিদ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক মকিত হোসেন মোল্যা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামান হোসেন জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাদিম মাহমুদ, ফাউন্ডেশনের কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মোল্যা, বাঐসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, জেলা ছাত্রলীগের সহসভাপতি শরিফুল ইসলাম অন্তর, সহসম্পাদক নাঈম কাজীসহ দলীয় নেতাকর্মীরা।
কাজী সরোয়ার হোসেন বলেন, ২০১৯ সালের প্রথম দিকে বীরমুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শুরু থেকেই অসহায় মানুষকে খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। করোনা সংকটেও অসহায় মানুষের পাশে আছি। অক্সিজেন সেবা মোটরসাইকেযোগে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। এই হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা ঘরে ঘরে অক্সিজেন সেবা পৌঁছে দিব-০১৭১১১৩৬৭০৮ (মনির) ০১৭৩১০৮১০৭৫ (আরিফ সিকদার) ০১৯৬৭৫৪৮২৯৮ (প্রশান্ত) ০১৯১২৮৭৬৯২৮ (অন্তর)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here