পরকিয়ায় জড়িয়ে শালিখার মধুখালীতে ঘরছেড়ে নিরুদ্দেশ এক সন্তানের জনক-জননী।

0
162

শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ শালিখার মধুখালীতে পরকিয়া প্রেমের কারনে ঘরছেড়ে নিরুদ্দেশ হয়েছে এক সন্তানের জনক-জননী। সরজমিন তদন্ত জানাযায় মধুখালী গ্রামের ওহিদুর রহমানের স্ত্রী এক সন্তানের জননী শাপলা খাতুন ও পাশের বাড়ী ওয়াজেদ শিকদারের পুত্র এক সন্তানের জনক সুমন শিকদার দীর্ঘ দিন ধরে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় বেশ আলোচিত হয়ে ওঠে। উভয় পরিবারের অভিভাবকরা তাদের শাসন করলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। ঈদের আগে বৃহস্পতিবার পুলুম হাটের দিন বিকাল বেলা শাপলা কৌশলে তার ছেলেকে স্বামীর দোকানে পাঠিয়ে সুমনের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ী জমায়। পরবর্তীতে তাদের উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন সুমনের মা ও বাবাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং প্রতিবেশী অসহায় টুকু মিয়ার দিনমজুর পুত্র লিখনকেও খুজছে। এ ব্যাপারে সুমনের মা – বাবা বলেন, তারা কোথায় গেছে আমরা জানিনা। এবং আমাদের সাথে তাদের কোন যোগাযোগ নেই।
লিখনের পিতা টুকু মিয়া বলেন, এ ঘটনার সাথে আমার ছেলে জড়িত না। তিনি আরো বলেন শামিম রেজা ওহিদের সাথে আমাদের পূর্ব শত্রুতা আছে এরই জের ধরে আমার ছেলেকে খামাখা সন্দেহ করছে। আমি এর থেকে পরিত্রাণ চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here