সাতক্ষীরার আশাশুনিতে চুরি যাওয়া মুর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0
167

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে চুরি যাওয়া দুটি মুর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শনিবার সকালে মন্দির চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ব্রাক্ষ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারক ব্যানার্জী, ধর্ম বিষয়ক সম্পাদক মাখন লাল ব্যানার্জী, কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী,অর্থ সম্পাদক প্রভাকর ব্যানার্জী, সদস্য তন্ময় ব্যানার্জী প্রমূখ।
বক্তারা বলেন, গত দুই সপ্তাহ অতিবাহিত হলেও চুরি যাওয়া মুর্তি এখনও উদ্ধার করতে পারেননি আশাশুনি থানা পুলিশ। বক্তারা এ সময় তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে মুর্তি দুটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here