সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

0
174

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫০২ জন। আর ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮২ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। এছাড়া বর্তমানে ২২২ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here