১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মোংলায় নৌবাহিনীর টহল

0
226

মাসুদ রানা,মোংলা থেকে : সরকার ঘোষিত দ্বিতীয় দফায় ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মোংলায় নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে পৌরশহর ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন বাস্তবায়নে সহায়তা করছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।
শুক্রবার সকাল থেকে শহরের দোকান বিপণীবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে ২৩ জুলাই সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারে জনসমাগমরোধে নজরদারি বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here