নড়াইলের দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
383

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ডিবি পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ সেরেগুল ইসলাম,(সেতু)নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ২৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সেতু বুড়িখালী গ্রামের মৃত মিজানুর রহমান মোল্ল্যার ছেলে।
পুলিশ জানায়, নড়াইলের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাঁজা বিক্রীর উদ্দেশ্যে মাদকব্যবসায়ীরা বুড়িখালী এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে সদর উপজেলার বুড়িখালী এলাকায় অভিযান চালানো হয়। সময় সেরেগুল ইসলাম সেতুকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় মাদকসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here