ঝিকরগাছায় দুই ভাইপোর বিরুদ্ধে জিডি করলো চাচা ইউপি চেয়ারম্যান

0
323

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা ৮নং নির্বাসখোলা ইউনিয়নে সাদীপুর গ্রামে দুই ভাইপোর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করলো ইউপি চেয়ারম্যান চাচা নজরুল ইসলাম (৬০)। তিনি বর্তমানে ৮নং নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাদীপুর গ্রামের মৃত ছিদ্দিক হোসেনের ছেলে। উক্ত সাধারণ ডায়রীতে বিবাদী করেন, আপন ভাইপো মৃত সিরাজুল ইসলামের ছেলে জ্যাক হাসান মিন্টু (৩৫) ও মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল হাসান পিন্টু (৩২)। সাধারণ ডায়রীতে চেয়ারম্যান চাচা উল্লেখ করেছেন, বিবাদীগণ খুব খারাপ ও উচ্ছৃংখল প্রকৃতিক লোক। বিবাদীগণের ফেসবুক আইডিতে চেয়ারম্যান চাচার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভাইপো পিন্টু ফেসবুক লাইভে এসে চেয়ারম্যান চাচার নামে উস্কানি মূলক বক্তব্য দিয়ে বল্লা গ্রামস্থ স্বর্ণকার মিলনের কাছে ৫০ হাজার টাকা নেওয়া, সাদিপুর গ্রামস্থ ইছহাক আলীর স্ত্রী মনিয়া বেগমের একটানা ৫ বছর ধর্ষণের অভিযোগ তুলেছে। অন্যায়ের প্রতিবাদ নামের আইডি দিয়ে চেয়ারম্যান চাচার নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠায়। আগুনে পুরা জীবন নামের ফেসবুক আইডিতে চেয়ারম্যান চাচার নামে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাঁদাবাজি করে বাড়ি বানানোর অভিযোগ উঠায়। নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগ ফেসবুক আইডি দিয়ে চেয়ারম্যান চাচার নামে অপপ্রচার চালাচ্ছে। এম ডি মাইকেল মিন্টু ফেসবুক আইডি দিয়ে কানারালী গ্রামস্থ মুসা কে মারপিট ও একই গ্রামের বক্তাজামানের স্ত্রী রেখার নিকট থেকে ৫ ল টাকা নেওয়ার অভিযোগ ওঠায়। এমতাবস্থায় গত ১৫ জুলাই ২০২১ সকাল অনুমান সাড়ে ৯ টায় ১ ও ২ নং বিবাদী বা ভাইপো’র দের তার (চেয়ারম্যান চাচা) উপর অপপ্রচারের বিষয়ে নিষেধ করলে বিবাদীগণ বা ভাইপোগণ প্তি হয়ে তারা তাদের চেয়ারম্যান চাচাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ খুন-জখম করবে বলে হুমকি প্রদান করে। যার জন্য চেয়ারম্যান চাচা ভাইপোদের দ্বারা যে কোন সময় তি করতে পারে মর্মে আশংকা করে থানায় লিখিত ভাবে সাধারণ ডায়রী বা জিডি করেছেন। ঘটনা সর্ম্পকে বিবাদী বা ভাইপো জ্যাক হাসান মিন্টু বলেন, সাধারণ ডায়রী অনুযায়ী সুষ্ঠ তদন্ত করা হোক। তদন্তে যদি আমরা দোষী হয় তাহলে আমাদের আইনের আওতায় আনা হোক। আর যাদি তিনি (চেয়ারম্যান চাচা) দোষী হয় তাহলে তাকেও যেন আইনের আওতায় হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ৮নং নির্বাসখোলা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তার দুই ভাইপোর নামে সাধারণ ডায়রী করেছেন। সাধারণ ডায়রীর উপর ভিত্তি করে তদন্ত পূর্বক ব্যবস্তা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here