ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
375

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর। খুলনার ডুমুরিয়ায় লকডাউন’র বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার(২৬ জুলাই) দিনব্যাপী আদালত পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির ল্েয আদালত পরিচালিত হয়। ডুমুরিয়া সদর, চুকনগর বাজার ও খর্ণিয়া বাজারে জনসমাগম ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধের ১৩ টি মামলায় মোট ১০ হাজার ১শ’ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ডুমুরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here