কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ যশোরে সদরে ১০জন পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার ১০ লাখ ঋন বিতরণ

0
375

মিরাজুল কবীর টিটো : যশোরে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে সদর উপজেলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ১০জন পল্লী উদ্যোক্তাদের মাঝে গতকাল প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার ১০ লাখ ঋন বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সদরে আরো ২২জনের মাঝে ৩১ লাখ টাকা ঋন বিতরণ করা হবে বলে জানিয়েছে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ। প্রধান অতিথি হিসেবে উদ্যোক্তাদের মাঝে ঋন বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদেরচেয়ারম্যানসাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here