বাগেরহাটে ১০ বছরের শিশুকে ‘শ্বাসরোধে হত্যা’

0
288

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের জোকা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। নিহত ১০ বছর বয়সী ছেলেটির বাড়ি ওই গ্রামে। সে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ওসি মনিরুল পরিবারের বরাতে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লিমন বাড়ির পাশের বাজারে যায়। ফিরতে দেরি হওয়ায় খুঁজতে যায় পরিবারের সদস্যরা। এক ব্যক্তি সুপারি বাগানে কান্নার শব্দ শুনতে পেয়েছিল জানালে সেখানে গিয়ে তাকে অচেতন দেখতে পায় পরিবারের সদস্যরা। তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, এক প্রতিবেশীর সঙ্গে পূর্ববিরোধ ছিল লিমনের বাবার। তবে খুনি সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। শিশুটিকে কে বা কারা কেন হত্যা করেছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here