স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওদা গ্রামের আমজাদ হোসেন তার এলাকায় একজন চিহ্নিত ভূমি দস্যু হিসেবে পরিচিত।খুব অল্প সময়ে তার সম্পদের পরিমাণ আঙুল ফুলে কলাগাছের মত সম্পদ বাড়তে থাকে।সরেজমিনে তদন্ত করে জানা যায়, সরকারী চাকুরি করতেন আমজাদ হোসেন ।আর তাঁরই পরিবেেিত মতার দাপট দেখিয়ে একের পর এক জাল দলিল তৈরী করে আমজাদ হাতিয়ে নিয়েছে তার নিজের আপন ভাইদের জমিও।এভাবে একের পর এক স্থানীয় মতার দাপট ও বিভিন্ন জাল তৈরি করে আমজাদ প্রায় ত্রিশ বিঘা জমি তার আয়ত্তে করে নেয়।যশোর সাতমাইল বারী নগর বাজারে জমিসহ বিরাট বাড়ি তৈরির কাজ চলমান রেখেছেন ভূমি দস্যু আমজাদ হোসেন।এবং অতি সম্প্রতি খবর নিয়ে জানা যায় যে, অনেক জমিতে বিভিন্ন মামলা চলমান রয়েছে ভূমি দস্যু আমজাদ হোসেনের বিরুদ্ধে।আমজাদ হোসেনের আপন ছোট ভাই আমছার আলী একজন সৌদিআরব প্রবাসী। তিনি অভিযোগ করেন শ্যাম নগর বাজারের কাছে আমার জমিতে আমি বাড়ী নিমাণ করতে গেলে ভূমি দস্যু আমজাদ হোসেন বলেন এটা আমার জমি তুই আমার জমিতে পাড়ী বানাতে পারবিনা। তুই ঐ জমি আমার কাছে বিক্রি করেছিস, তখন আমছার আলী বলেন আমি তো তোমার কাছে কোন জমি বিক্রি করিনী। তখন আমছার আলী ভূমি দস্যু আমজাদ হোসেনের কাছে দলিল দেখতে চাইলে তিনি জমি র দলিল দেওয়া যাবে না বলে জানান আমজাদ হোসেন। পরবর্তীতে আমজাদের ছোট ভাই আমছার আলীকে জানতে পারে তার নামে বিভিন্ন ভুয়া জাল দলিল তৈরী করেন ভূমি দস্যু আমজাদ হোসেন।আমছার আলী যশোর ভূমি অফিসে খোঁজ খবর নিয়ে আরও জানতে পারেন বিগত ০৪-০৭-১৯৯৬ সালে যার দলিল নং ৫৪৭৪ এর মোট পঁচিশ শতক জমি বিক্রয় করে।সেখানে দাগ নং ৯ এর (১)১২২৫ (২)৫৬৫ (৩)৬২৪ অপরদিকে আর ল্য করা যায়, ভূমি দস্যু আমজাদ হোসেন একই দিনে একই তারিখে জাল দলিল ৬৪৭৪ নং তৈরি করেন।এখানে ও ভূমি দস্যু আমজাদ হোসেন নতুন দাগ সংযুক্ত করে (১)১২২৫, (২)৫৬৫,(৩)১০৫৯ এবং ৬২৪ যা ১০৫৯ দাগের জমি ভুক্তভোগী আমছার আলীর আমজাদ হোসেন নিকট বিক্রয় করেনি।ভূমি দস্যু আমজাদ হোসেন জাল দলিল করে ইউনিয়ন ভূমি কম কর্তাদের মাধ্যমে নামজারি করে যার মামলা নং ২০ (।দ্ধ-১ )/২০২০-২১ এই জমির মধ্যে হতে আর এক ভাইকে মোঃ কউছার আলীকে জালিয়াতি করে তার স্ত্রী, সন্তান ও নিজে মোট একই দাগে ১০৫৯ ভুয়া ১৫.৮০ শতক দলিল ২৬৩৪/২০২১ ও ১৩.৫৫ সঠিক দলিল নং২৬৩৩/২১ যা একই জমির মালিক ভূমি দস্যু আমজাদ হোসেন ও তার স্ত্রী, ছেলে, মেয়ে নয়।নিরুপায় হয়ে ভুক্তভোগী আমজাদের ছোট ভাই আমছার আলী প্রবাসী হওয়াই তার স্ত্রী শামীমা ঘর করার জন্য মিস্ত্রি কাজ করতে আসলে ভূমি আমজাদ হোসেন ও আর সহযোগীরা মতার দাপট দেখিয়ে মিস্ত্রিদের কাজ বন্ধ করে দেয়। এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একাধিকবার বিভিন্ন মামলা ও লিখিত অভিযোগ দায়ের করেন ছোট ভাই আমছার আলী ও তার পরিবার। অপরদিকে বিভিন্ন অনুসন্ধানে মাধ্যমে জানা যায়, যশোরে সরাকারী বন্ধাধী হাসপাতালে সরকারী চাকুরি করতেন আমজাদ হোসেন ।সেখানে ও অল্প দিনে আলাউদ্দিন চেরাগের মত অধিক সম্পদের মালিক হন ভূমি দস্যু আমজাদ। বর্তমানে আমজাদ হোসেন অবসরপ্রাপ্ত আছেন কিন্তু আগের অফিসিয়াল বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে তার নামে ।নানা ধরনের সমস্যা ও বিভিন্ন ভয়ভীতি স্বীকারে হয়ে, জীবন যাপন করছে ভূমি দস্যু আমজাদ হোসেনের ছোট ভাই আমছার আলীর পরিবার । নাম প্রকাশে অনিচ্ছুক সাতমাইল বারী নগরের প্রতিবেশী ও আমছারের পরিবার ভূমি দস্যু আমজাদ হোসেনের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















