নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে যশোর পৌরসভার উদ্যোগে সোমবার মশা নিধন অভিযান শুরু করা হয়েছে। আকিক ওষুধ, ২টি ফগার মেশিন ও ২৭টি হ্যান্ডমেশি দিয়ে ৯টি ওয়ার্ডে মশা নিধন করা হবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
সকালে পৌরসভা চত্বরে মশা নিধন অভিযানের উদ্বোধন করেন মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আজমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, উপসহকারী প্রকৌশলী কামাল আহমেদ, ১ও ৪ নম্বর ওয়ার্ডের কনজারভেন্টি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু,৫ও৬ নম্বর ওয়ার্ডের কনজারভেন্টি ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, ৭ ও ৮ ওয়ার্ডের কনজারভেন্টি ইন্সপেক্টর ওয়ার্ডের কনজারভেন্টি ইন্সপেক্টর নয়নুজ্জামান, ১ ও ৯ ওয়ার্ডের কনজারভেন্টি ইন্সপেক্টর মেহেদী হাসান ৩ নম্বর ওয়ার্ডের কনজারভেন্টি ইন্সপেক্টর বক্ক্র হোসেন প্রমুখ।














