স্টাফ রিপোর্টার \ গতকাল সকাল ১১ টায় বঞ্চিতা যশোর এর হলরুমে ৩০ জন ভাসমান যৌনকর্মীদের মাঝে”করোনাকালীন খাদ্য সামগ্রী সহায়তা” প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন,উপজিলা যুব উন্নয়ন কর্মকর্তা সদর যশোর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাহান নান্নু,জেলা এন জি ও সমন্বয়কারী যশোর,
রোকসানা খাতুন ডি আই সি ম্যানেজার,নারীমুক্তি সংঘ, হাসানুজ্জামান,ডি আই সি ম্যানেজার পায়াক্ট বাংলাদেশ। বঞ্চিতার সভাপতি মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন সুজন শেখ ও রুবাইদুল হক সুমন,বঞ্চিতা যশোর।














