রেলগেট পশ্চিমপাড়ায় সরকারি রাস্তা দখল করে ব্যক্তিগত ড্রেন নির্মাণ

0
279

স্টাফ রিপোর্টার : যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় ইসলাম গং সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মান কাজ শুরু করেছে। এই অভিযোগে ভূক্তভোগীরা কোতয়ালি মডেল থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করেছেন। ড্রেন নির্মাণকারীরা জমি তাদের দাবি করে ড্রেন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। নির্মানকাজে বাঁধা দেওয়ায় দূর্বত্তরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে পরিবেশ অশান্ত করেছে বলেও অভিযোগ রয়েছে। জানা গেছে, মৃত ওলি মোহাম্মদের দুই পুত্র লাল ও ইসলাম, তাদের দুলাভাই আবুল বাশার (পিতা- মৃত সইজউদ্দীন) ও আয়নালসহ কয়েকজন মঙ্গলবার সাত সকালে ১২০ ফুট লম্বা সরকারি রাস্তা দখল করে ঢালাই ভেঙে ব্যক্তিগত ড্রেন নির্মান শুরু করে। এসময় এলকাবাসি বাঁধা দেওয়ায় তাদের ইসলাম গং মারধোর করতে যায়। বাধ্য হয়ে ভূক্তভোগীরা কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পত্র অনুসারে, নুর ইসলামের স্ত্রী শাহিনুর বেগম (৫০) জানান, দীর্ঘ ১০ বছর তারা ঐ এলাকায় চার শতক জমি ক্রয় করে বসবাস করছেন। তার বাড়ির গাঁ ঘেষেই ১২০ ফুট লম্বা সরকারি ঢালাই রাস্তা রয়েছে। ম্যাপে রাস্তাটির অবস্থান সুস্পষ্ট। তা সর্ত্তেও ইসলাম গং প্রায়ই রাস্তা নিজেদের দাবি করে। স্থানীয়রা জানান, পশ্চিমে মুরগীওয়ালা মান্নান, পূর্বে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ইদ্রিস আলী মাস্টারের পরিবার, দক্ষিনে আবিদরা বসবাস করেন। নুর ইসলাম, মুরগীওয়ালা মান্নান, মোহাম্মদ হোসেন গুলিয়াসহ আরো কয়েকজন রাস্তাটি ব্যবহার করেন। যশোর পৌরসভা বছর দুই আগে সরকারি বিধায় এই রাস্তাটি ঢালাই করে দিয়েছে। আট ফুট চওড়া রাস্তাটি গত বছর এরা নিজেদের জমি দাবি করে দখল করতে মরিয়া হয়ে পড়ে। তবে এলাকাবাসির বাঁধার মুখে তারা আবার সরে যায়। সেসময় এই চক্র রাস্তাটি পুনরায় ঢালাই করতে বাধ্য হয়। ইসলাম গং জমিটি তাদের দাবি করলেও তাদের কোন উত্তরাধিকার সনদপত্র বা দলিলপত্র নেই। এমনকি ওয়ারেশ কায়েম সার্টিফিকেটও দেখাতে পারেনি। বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মাস্টারের নামে পার্শ্ববর্র্তী কিছু জমি সরকার বরাদ্দ দেওয়ার কথা শোনা যায়। স্থানীয় এলাকাবাসি আব্দুর রাজ্জাক বলেন, ৭৭ নং চাঁচড়া মৌজায় সি এস খতিয়ান ৬৬১ এস এ খতিয়ান ৬৬৭ দাগ নং ১৩৫,১৩৬ এর ৫৫৩ নং দাগ এলাকা ও আশে পাশে রাস্তাটির অবস্থান। ৫৫৩ নং দাগে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান। মামলা নং- ১৫/৬৬৮। সেখানেও এই ইসলাম বাশার গং কোন কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তারা মূলত জবর দখলকারী। এরা অতিশয় বড় ভূমিদস্যু ও অসামাজিক দূর্বত্ত চক্র। কোন আইন বা সমাজ তারা কখনোই মানেনা। এই বিবাদিদের প্রত্যেকেই বহু মামলার আসামি। তারপরেও একটি পক্ষের ছত্র ছায়ায় তারা একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। ৫নং ওয়ার্ড কমিশনার ও কোতয়ালি পুলিশ বিবাদপূর্ন জমি, রাস্তা ও জবর দখলের ড্রেন নির্মান পরিস্থিতি পরিদর্শন করে দুই পক্ষকে শান্ত হতে বলেছেন। তবে বিবাদি ইসলাম গং জমি তাদের পক্ষে কোন দলিলাদি দেখাতে পারেনি বলে ভূক্তভোগী ও এলাকাবাসি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here