চাঁদের হাটের কোভিড প্রতিষেধক টিকা রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন

0
344

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং চাঁদের হাট যশোর জেলা শাখার ব্যবস্থাপনায় বুধবার বিকেলে শহরের দড়াটানা পুলিশ বক্সে বিনামূল্যে কোভিড প্রতিষেধক টিকা রেজিস্ট্রেশন কেন্দ্র চালু করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হুসাইন প্রধান অতিথি হিসেবে এ টিকাদান কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় কোতোয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম, চাঁদের হাট যশোর জেলা শাখার সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপুসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুরুপ দুটি কেন্দ্র চৌরাস্তা পুলিশ বক্স ও কাঠেরপুল এলাকার মধুসূদন ফার্মেসিতে চালু করা হবে। এসব কেন্দ্রে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সাথে এনে বিনামূল্যে কোভিড প্রতিষেধক টিকা রেজিস্ট্রেশন করা যাবে। ( প্রেস বিজ্ঞপ্তি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here