স্টাফ রিপোর্টার : যশোরের সাজিয়ালী ক্যাম্পের পুলিশ আলাদা অভিযানে এক কেজি একশ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। এরা হলো, সদর উপজেলার চুড়ামনকাটি সরদার বাগডাঙ্গা গ্রামের বছির মন্ডলের ছেলে রিপন হোসেন (৩২) এবং চুড়ামনকাটি মাঠপাড়ার ইসলাম গোলদারের ছেলে রিয়াদ হোসেন (২৫)
ফাঁড়ির ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বাগডাঙ্গা গ্রামের রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওই ক্যাম্পের এএসআই সৈয়দ শাহীন ফরহাদ জানিয়েছেন, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে আসামি রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।