স্টাফ রিপোর্টার : অবশেষে মণিরামপুরের মাহবুবুর রহমান কে নিয়ে লেখা বিভিন্ন নিউজের শিরোনাম চোখে পড়লো যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর।
বৃহস্পতিবার রাতে তার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক তাজাম্মূল হুসাইনের মাধ্যমে তার বাড়িতে খাদ্য সামগ্রী পাঠালেন। এসময় মাহবুবুর জানালেন তার কষ্ট ও অসহায় জীবনযাপনের বহু কথা। মাহবুবুর রহমান উপজেলার ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে।
মাহবুবুর রহমান বলেন, চালকিডাঙ্গা বাজারে ফল বিক্রি করে সংসার চলতো। লকডাউনের কারণে সেটাও এখন বন্ধ। কাছে যে সামান্য অর্থ ছিল তাও শেষ হয়ে গেছে। ফলে ফলের দোকানটা দিতে পারছি না এখন। যদি এস এম ইয়াকুব আলী ভাইয়ের মতো কেউ একটু এগিয়ে আসতো আমার পাশে কিছু টাকা দিয়ে, তাহলে আমি ফলের দোকানটা আবারও চালু করতে পারতাম এবং আমার পরিবারটা বেঁচে যেতো।















