যশোরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
331

স্টাফ রিপোর্টার : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৮০ পিচ ইয়াবাসহ মাসুম শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে তাকে আটক করা হয়েছে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক মাসুম শেখ বাগেরহাটের সদর উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা ডিবির একটি চৌকস দল পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পশ্চিম পার্শ্বে জাহাঙ্গীর সুইটস এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here