সাতক্ষীরার ৮৭ কেন্দ্রে শুরু হয়েছে গনটিকাদান

0
417

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় শুরু হয়েছে গনটিকাদান। শনিবার সকাল ৯টা থেকে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে এই টিকাদান। চলবে বিকাল ৩ টা পর্যন্ত। সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৮৭ টি নির্ধারিত কেন্দ্রে এই গনটিকাদান চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে প্রচুর ভিড়। দীর্ঘ লাইনে দাড়িয়ে মানুষ টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড়ও চোখে পড়ার মতো।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, প্রত্যেকটি ইউনিয়নে ৬০০ করে করোনা টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৪-১৯ আগস্ট পর্যন্ত আবার এই গণটিকা কর্মসূচী শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here