কালিয়ায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

0
532

মিশকাতুজ্জামান,নড়াইল:নড়াইলের কালিয়ায় সড়ক দূর্ঘটনায় নয়ন বিশ্বাস (২২) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে কালিয়া-খুলনা সড়কের বারইপাড়া নামক স্থানে ঘটেছে ওই সড়ক দূর্ঘটনা। নয়ন উপজেলার বড়কালিয়া গ্রামের নান্টু বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৯ টার দিকে নয়ন মোটরসাইকেল যোগে উপজেলার গাজীরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। সড়কের পাশে পারাপারের জন্য বারইপাড়া ফেরীঘাটে অপেমান একটি ট্রাকের উপর আছড়ে পড়লে সে মারাত্মক আহত হয়। মূমূর্ষূ অবস্থায় তাকে দ্রুত কালিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেছেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ উদ্ধারের পর তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here