মহেশপুর সীমান্ত দুইজন আটক

0
270

মহেশপুর প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে আসার অপরাধে ২জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার গোয়ালপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফরিদপুরের ভাংগা থানার খাপুড়া গ্রামের বতু শেখের ছেলে বায়োজিদ শেখ এবং মোড়লগঞ্জ থানার ধানসাগর গ্রামের তাজুল ইসলামের ছেলে ইলিয়াস হোসেন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। এসময় ওই ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির প থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here