সাতক্ষীরায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু নতুন শনাক্তের হার ১৮ শতাংশ

0
357

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।
উপসর্গে মৃতরা হলেন, দেবহাটা উপজেলার মোকসেদ আলী (৭০),কালিগঞ্জের আরশেদ আলী (৮০)ও একই উপজেলার কাশেমপুরের মিজানুর রহমান (৩৬)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৬ জন। এদিকে, একদিনের ব্যবধানে সাতীরায় আরও কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২৬১ টি নমুনা পরীায় ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ১৪৬ জন। নমুনা পরীা হয়েছে ২৪ হাজার ৭৭৯ জনের। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৯ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৬২ জন। এর মধ্যে সামেক হাসপাতালে ২০ জন ও বেসরকারী হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন। এছাড়া হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরো ১ হাজার ৪১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here