চলার পথে মণিরামপুরের মায়াবী জেরিন

0
328

আনিছুর রহমান;- মণিরামপুরের সেই মায়াবী সানিজদা জেরিন। বুধবার সকালে চলার পথে হঠাৎ তার সামনে দেখা মেলে সত্তর উদ্ধ এক বৃদ্ধা ভিক্ষার ঝুলি নিয়ে ক্লান্ত হয়ে পথের এক ধারে পড়ে আছে। সেখানে নেমেই মায়াবী জেরিন বৃদ্ধার কাছে বিষয়টি জানতেই বেরিয়ে আসে তার বাড়ির ঠিকানা ও তার কষ্টের কাহিনী। মায়াবী জেরিন তখন বৃদ্ধাকে সেখানে ফেলে রেখে যেতে পারেনি। অবশেষে বৃদ্ধাকে কোলে করে ভ‍্যানে তুলে নিয়ে তার বাড়িতে পৌছে দেয়। এবং কাছে থাকা কিছু অর্থ দিয়ে সহয়তা করেন মায়াবী জেরিন। বৃদ্ধার বাড়িটি ছিল উপজেলার সাড়াপোল বাজারের ঋষি পল্লীতে। ঘটনাটি বুধবার সকালে মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর বাজার সংলগ্ন রাস্তায়। উল্লেখ‍্য সানজিদা জেরিন ইতিপুর্বে এ ধরনের মায়াবী কাজ অনেক করেছে। গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা ও সাহায‍্য সহনুভুতি করাই তার নিত‍্য দিনের সঙ্গী। যার কারনে তিনি মণিরামপুরে মায়াবী জেরিন হিসাবে পরিচিতি লাভ করেছে। এ বিষয়ে সানজিদা জেরিন বলেন আমি বাড়ি থেকে ঐ রাস্তা দিয়ে শহরে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে বৃদ্ধা লোকটি পড়ে রয়েছে নজরে আসে। তখন আমি গাড়ি থেকে নেমে তাকে তুলে সব কিছু শুনি। বৃদ্ধার কষ্ট সইতে না পেরে তাকে কোলে করে ভ‍্যানে তুলি এবং তার বাড়ি পৌছে দিয়ে আসি। সাধ‍্য মত বৃদ্ধার আর্থিক সহয়তা করে এসেছি। বৃদ্ধাকে সাহার্য‍্য করতে পেরে আমি নিজেকে ধন‍্য মনে করছি। আশা করি আমি সব সময় যেন এ ধরনের সাহার্য‍্য সহযোগিতা করে যেতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here