ডুমুরিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৩জনকে পিটিয়ে জখম

0
308

ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিতা মাতাসহ তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। উপজেলার আঙ্গারদোহা গ্রামের শেখ আসাদুজ্জামান লিটুর স্ত্রী মোছাঃ সাকিনা বেগম (৩৮) প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, তার বড় কন্যা আঁখি রহমান(১৮) ডুমুরিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে কলেজে আসা যাওয়ার পথে একই উপজেলার গোলনা গ্রামের সবুর খানের পুত্র আজাদ খান(২৮) দীর্ঘদিন ধরে প্রেম নিবেদনসহ কু প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার কন্যা ১নং বিবাদীর উক্ত প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তাদেরকে জানায়। তিনি বিষয়টি জানতে পেরে বিবাদীকে এহেন কর্মকান্ড হতে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এমতাবস্থায় গত ৬আগষ্ট দুপুর ১২টার দিকে ১নং বিবাদীসহ তার ভাই রাজু খান(৩২), মোহন খান(২৫) ও মিন্টু খানের পুত্র মেহেদী খান(১৯) বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ বড় কন্যা আঁখিকে না পেয়ে তাকে, তার স্বামী ও ছোট কন্যা পাখি রহমান তামান্নাকে পিটিয়ে জখম করে। বর্তমানে উক্ত পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এব্যাপারে ১ ও ২ নং বিবাদীর পিতা সবুর খান তার পুত্রের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here