কামরুজ্জামান লিটন ঝিনাইদহ :ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে, শেরেবাংলা সড়ক, চুয়াডাঙ্গা বাস ষ্টান্ড, বিবি সড়ক, আরাপপুর ষ্টান্ড, সহ ঝিনাইদহে বিভিন্ন সড়কে শনিবার ১৪ই আগষ্ট সকাল ১০টার সময়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসাজ) ঝিনাইদহ এর উদ্দোগে জন সাধারণের মাঝে ১০০০ হাজার মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম (এসপিও) কৃষি ব্যাংক ঝিনাইদহ ও সহ সভাপতি ডুসাজ, মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক ডুসাজ ও পরিচালক নবগঙ্গা ন্যাশনাল একাডেমি ঝিনাইদহ,
মোঃ আবু বক্কার সিদ্দিক, জেলা তথ্য অফিসার ঝিনাইদহ, ও যুগ্ম সাধারণ সম্পাদক ডুসাজ, মোছাঃ হোসনে আরা বৃষ্টি মহিলা বিষয়ক সম্পাদক ডুসাজ, মোঃ জুলফিক্কার উপজেলা সমাজ সেবা অফিসার মহেশপুর,
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রভাষক এম আক্তার মুকুল দপ্তর সম্পাদক ডুসাজ, রিপনুজ্জামান সদস্য ডুসাজ ঝিনাইদহ।
ডুসাজের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন যেহেতু লক ডাউন উঠে গেছে সাধারণ মানুষকে এখন সুরক্ষার জন্য সামাজিক দুরত্ব ও মাস্ক ছাড়া উপায় দেখছিনা।
তাই আমরা ডুসাজের সভাপতি নাসের শাহরিয়া জাহেদী মহুলের নির্দেশে আমরা ডুসাজের পক্ষে মাস্ক বিতরণ শুরু করলাম। এই বিতরণ চলমান থাকবে বলে আশা রাখি ইনশাআল্লাহ।
Home
খুলনা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (ডুসাজ) ঝিনাইদহের উদ্দোগে জন সাধারণের...















