অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

0
426

নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলা প্রশানের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূুিচ পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃতি ও সংগীত প্রতিযোগিতা, ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে তা অর্ধনমিত রাখা, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনকের মুরালে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা চত্বরে বৃক্ষরোপন, প্রামাণ্য চিত্র প্রদর্শণ, ভার্চুয়াল আলোচনা সভা, কোরান খতম, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা,হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার প্রদান ও পুরষ্কার বিতরণ সহ নানা কর্মসূচি। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়। উপজেলা আ.লীগের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় ্একটি র‌্যলি বের হয়। র‌্যলিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে পৌছে শেষ হয়। পরে উপজেলা আ.লীগের আয়োজনে ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here