কয়রায় বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় শোক দিবস পালিত

0
312

কয়রা প্রতিনিধি:হাজার হাজার শোকার্ত মানুষের বিনম্র শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসার পাশাপাশি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশের স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার কয়রা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচী পালন করে। সকাল ৮:৩০ স্বাস্থ্য বিধি মেনে কয়রা উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাসহ সর্বস্তরের মানুষ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী,
উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, প্রানী সম্পাদ অফিসার ডাক্তার কাজী মোস্তাহিন বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক খায়রুল আলম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।পরে যুবঋণের চেক বিতরন এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।অপরদিকে উপজেলা আওয়ামীলীগ শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রবিবার ভোরে কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত,দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ির ছাঁদ সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দুপুর ১২ টায় আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে সাধারন সম্পাদক বিজয় কুমার সরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক জেলা আওয়ালীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল,জেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা রফিকুল ইসলাম সানা, উপজেলা আওয়ামীগের সহ -সভাপতি, এ কে এম ফজলুল হক,কর্ণধর মন্ডল, মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্রনাথ মন্ডল, যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, যুবলীগ নেতা ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইউপি চেয়ারম্যান আমির আলী গাঈন, সরদার নুরুল ইসলাম কোম্পানী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু,মেজবাহ উদ্দিন মাছুম,এ্যাড: আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ। এসময় বক্তারা বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এদেশের অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক। তারই নেতৃতে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, পেয়েছি লাল-সবুজে মহিমান্বিত জাতীয় পতাকা। আজকের এ বেদনাবিধুর দিনে আমরা এই মহানায়কের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ উনার পরিবারের সকল শহীদ, ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের জন্য প্রাণ দেয়া সকল শহীদ, প্রধানমন্ত্রী ও তার পরিবারের দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#
15 আগস্ট 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here