চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় রবিবার সকাল ৬টার দিকে স্কচ টেপ দিয়ে চোখ এবং গামছা দিয়ে হাত-পা বাধা অবস্থায় বাবলু মিয়া (৩৮) নামে এক ট্রাক চালককে উদ্ধার করেন ট্রাক থেকে বালু নামানো শ্রমিকরা। এরপর তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর সকাল দশটার দিকে হাসপতালে আইনশৃঙ্খলা বাহিনী আসছেন সংবাদ পেয়ে দ্রæত রিলিজ নিয়ে বাড়ি চলে যান তিনি। হাসপাতালের ডা. নাহিদ সিরাজ বলেন রাউন্ডের সময় তিনি বাড়ি চলে যেতে চান। অবস্থা তত গুরুতর না হওয়ায় তাকে রিলিজ দেয়া হয়।
হাসপতালে গিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি বলেন তিনি কথা বলতে পারছেন না। সেসময় তার স্ত্রী এবং ভাইয়ের স্ত্রীও হাসপাতালে তার কাছে ছিলেন। সাংবাদিকরা বের হয়ে যাবার পরপরই চিকিৎসকের কাছ থেকে রিলিজ নিয়ে বাড়ি চলে যান। পরে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক হাসপাতালে গিয়ে আর তাকে খুঁজে পান নি।














