দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের মাধ্যমে এমএআইটি যশোরের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

0
547

স্টাফ রিপোর্টার : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি – এমএআইটি যশোর ক্যাম্পাস দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত করা, শোক র‌্যালী করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ১৫ই আগস্টে নিহত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান। এ সকল অনুষ্ঠানে এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আক্তার আলী, এ্যাডমিশন এন্ড জব প্লেসমেন্ট অফিসার নূর ইসলাম, এ্যাডমিন অফিসার মোহাম্মদ ইয়াহিয়া খালেদ, একাউন্টস অফিসার নাজমুল হোসেন, কম্পিউটার ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান, সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক প্রকৌশলী ফিরোজা আক্তার, প্রকৌশলী শায়লা আজিজ, ইলেকট্রিকাল ডিপার্টমেন্টের শিক্ষক প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, প্রকৌশলী সাদ্দাম হোসেনসহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here