মহেশপুরে যথা যোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

0
248

মহেশপুর প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন কর্মসূীচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদে উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা পর্যায়ের সকল সরকারী অফিসার গণ, আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া রবিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শেখ নিজাম উদ্দনি আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীল সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি কমল কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, স্বোচ্ছাসেবক লীগের আহবায়ক সাহেদ মেহেবুব রঞ্জু, অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম আবু সুফিয়ান। এসময় মহেশপুর প্রেস কাবের সভাপতি আব্দুস সেলিম, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গণ, সাধারন সম্পাদক গণ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here