মণিরামপুরের রাজগঞ্জের কাঠালতলা বাজারে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপনের অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্য

0
311

রাজগঞ্জ সংবাদদাতা : -যথাযথ মর্যাদার সাথে মনিরামপুর উপজেলার মশ্মিম নগর ইউনিয়নের কাঁঠালতলা বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আ,লীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি), বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। আরো বক্তব্য রাখেন চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক লীগের সভাপতি এম মামুনুর রশিদ, আ’লীগ নেতা গোলাম কাদের, মাষ্টার হারুন-অর-রশিদ, আব্দুল আলিম গাজী প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাব্দে কাঙ্গালীদের মাঝে খিচুড়ি বিতরণ করে ও দোয়া-মুনাজাতের মধ্যে অনুষ্ঠানটি শেষ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here