মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভারে ভারতে যাওয়ার সময় ৩ নারীকে আটক করে ৫৮ বিজিবি।
৫৮ বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, সোমবার ভোরে ৫৮ বিজিবির অধিনস্ত মাটিলা বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে লেবুতলা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রামপুর গ্রামের মোফাসেলের স্ত্রী সাবিনা বেগম(৩২), একই থানার ভাতুঙ্গী চরপাড়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী পপি আক্তার(৩৭) ও গাউছিয়া হলদিগ্রামের মেহেদীর স্ত্রী খাদিজা(১৮)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।















